আগৈলঝাড়া খবর:
আগৈলঝাড়া উপজেলা সদরের সরকারির শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজে প্রায় দুই যুগ পরে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি জহির উদ্দিন স্বপন।



শনিবার বিকেলে কলেজ মাঠে কলেজের বাংলা বিভাগের প্রভাষক পথিক মোস্তফা ও সংস্কৃত প্রভাষক সপ্না পান্ডে’র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মাদ মহিউদ্দীন আলী আজম।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, সরকারির শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সরদার আকবর আলী, বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক কমিটি সমন্বয়ক ও ইংরেজি বিভাগের প্রভাষক আকন মো.কামরুজ্জামান, বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক আহবায়ক সমাজবিজ্ঞান প্রভাষক ফারুক ফকির প্রমূখ।