কুরবানির পশুর চামড়া সংরক্ষণ, বণ্টন এবং এর সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে, মসজিদের ইমাম, খতিব এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত।
আগৈলঝাড়া খবর প্রতিনিধি:
বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ ২ জুন ২০২৫ তারিখে অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ সচেতনতামূলক আলোচনা সভা, যেখানে কুরবানির পশুর চামড়া সংরক্ষণ, বণ্টন এবং এর সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই সভায় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিহা তানজিম।
সভায় ইউএনও ফারিহা তানজিম তার বক্তব্যে কুরবানির পশুর চামড়ার গুরুত্ব তুলে ধরে বলেন, এটি শুধুই একটি ব্যবসায়িক উপাদান নয়, বরং সমাজের সুবিধাবঞ্চিত, ইয়াতিম ও দুস্থ মানুষের অধিকার। তিনি সবাইকে মনে করিয়ে দেন, এই হক যেন ঠিকভাবে তাদের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। একইসঙ্গে তিনি চামড়ার বাজারে কোনো সিন্ডিকেট যেন গড়ে না উঠতে পারে, সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান এবং বলেন, “এই প্রক্রিয়াটি সবাই মিলে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং ন্যায়সঙ্গতভাবে বাস্তবায়ন করতে হবে।”
সভায় অংশগ্রহণকারী ইমাম ও খতিবদের অনুরোধ জানানো হয় যেন তারা মসজিদের মাধ্যমে জনগণকে চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা বিষয়ে সচেতন করেন। ঈদের সময় চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও বণ্টন যেন কোনো অনিয়ম ছাড়াই সম্পন্ন হয়, সেজন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করা হয়।
সরকারি উদ্যোগের অংশ হিসেবে এ বছর আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও ইয়াতিমখানায় চামড়া সংরক্ষণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। আধুনিক পদ্ধতিতে সংরক্ষণের মাধ্যমে চামড়ার গুণগত মান বজায় রাখার পাশাপাশি এর ন্যায্য মূল্য পাওয়া নিশ্চিত করা হবে। একইসঙ্গে এসব প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে চামড়া বণ্টনের একটি সুপরিকল্পিত কাঠামো গড়ে তোলা হয়েছে।
সভা শেষে উপস্থিত সবাই একমত পোষণ করেন যে, কুরবানির পশুর চামড়ার মতো গুরুত্বপূর্ণ সম্পদ যেন কোনোভাবেই অপচয় বা অনিয়মের শিকার না হয়, সেজন্য তাঁরা সচেতন থাকবেন এবং একযোগে কাজ করবেন। এই উদ্যোগ সামাজিক ন্যায়ের পথকে আরও সুদৃঢ় করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।