চিরকুট লিখে আগৈলঝাড়া উপজেলার শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (শেবাচিম) মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা।।
বরিশালের শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (শেবাচিম) মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী ও আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের কৃতি সন্তান সজীব বাড়ৈ (২৩) আত্মহত্যা করেছেন। মৃত্যুর আগে তিনি চিরকুটে লেখেন:
“নিজের সাথে যুদ্ধ করে করে ক্লান্ত আমি। একটু বিশ্রাম চাই। ক্ষমা করে দিও। এত ভালোবাসার প্রতিদান দিতে পারলাম না।”
শনিবার (২৪ মে) বিকেলে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার রাতে বিষাক্ত ইনজেকশন শরীরে পুশ করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। সহপাঠীরা বিষয়টি টের পেয়ে তাকে হাসপাতালে ভর্তি করলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সজীব শেবাচিমের ৫০তম ব্যাচের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তার সহপাঠীরা ইতোমধ্যে ইন্টার্নশিপে থাকলেও সজীব তৃতীয় বর্ষেই আটকে ছিলেন, যা তার মানসিক চাপে পরিণত হয়।
তার রুমমেট ও সহপাঠীরা জানান, দীর্ঘদিন ধরেই সজীব মানসিক চাপে ভুগছিলেন। পরীক্ষাভীতি ও পড়াশোনার চাপ তার ওপর বিরূপ প্রভাব ফেলেছিল। বিষণ্নতায় ভুগে অবশেষে নিজের শরীরে ক্লোনাজিপাম ও ফ্লুক্সেটিন মিশ্রিত ইনজেকশন নেন তিনি।
এ ঘটনায় শিক্ষার্থী মহলে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বাড়ানো ও প্রয়োজনীয় সহায়তা প্রদান অত্যন্ত জরুরি।
#theagailjharapost #Agailjhara #gournadi #Barishal
















