বরিশালের আগৈলঝাড়ায় গত ১৭ / ০৯ / ২০২৫ বুধবার , অনুষ্ঠিত হল আগৈলঝাড়া শ্রীমতী মাতৃমঙ্গল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ । সভাপতিত্ব করেন জনাব মোল্লা বশির আহমেদ পান্না , সভাপতি আগৈলঝাড়া শ্রীমতী মাতৃ মঙ্গল মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা পর্ষদ , সদস্য সচিব আগৈলঝাড়া থানা বি এন পি । প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব লিখন বনিক , উপজেলা নির্বাহী অফিসার আগৈলঝাড়া , বরিশাল । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোঃ বায়েজিদ সরদার , সহকারী কমিশনার ভূমি , আগৈলঝাড়া উপজেলা । জনাব মোঃ অলিউল ইসলাম , অফিসার ইন চার্জ , আগৈলঝাড়া থানা । জনাব প্রাণ কুমার ঘটক , একাডেমিক সুপার , আগৈলঝাড়া , বরিশাল । আকন মোঃ কামরুজ্জামান, অধ্যাপক ইংরেজি বিভাগ, সরকারি আগৈলঝাড়া কলেজ,আগৈলঝাড়া বরিশাল ও অভিভাবক সদস্য, আগৈলঝাড়া শ্রীমতী মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়। সমাবেশে ছাত্রী অভিভাবকবৃন্দ এবং শিক্ষক মণ্ডলী.