আগৈলঝাড়া শ্রীমতী মাতৃমঙ্গল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পবিত্র ঈদ -ঈ- মিলাদুন্নবী(সা:) অনুষ্ঠিত।।

0
75

বরিশালের আগৈলঝাড়ায় আজ ১৮ / ০৯ / ২০২৫ইং বৃহস্পতিবার , অনুষ্ঠিত হল আগৈলঝাড়া শ্রীমতী মাতৃমঙ্গল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পবিত্র ঈদ -ঈ-মিলাদুন্নবী(সা:)। সভাপতিত্ব করেন জনাব মোল্লা বশির আহমেদ পান্না , সভাপতি আগৈলঝাড়া শ্রীমতী মাতৃ মঙ্গল মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা পর্ষদ , সদস্য সচিব আগৈলঝাড়া থানা বি এন পি । প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোঃ মাহাবুব রহমান , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আগৈলঝাড়া , বরিশাল । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব প্রাণ কুমার ঘটক , একাডেমিক সুপার , আগৈলঝাড়া , বরিশাল । বিদ্যালয়ের প্রতিষ্ঠিতা সদস্য মোঃ খোকন হাওলাদার, আগৈলঝাড়া ছাত্রদলের সদস্য সচিব, প্রতিযোগিতা মুলক অনুষ্ঠান, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here